শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় ২৭ দিনেও উদ্ধার হয়নি অপহূত স্কুলছাত্রী 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ২৭ দিনেও উদ্ধার হয়নি অপহূত স্কুলছাত্রী 

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামের ও উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অপহরণের ২৭ দিনেও পুলিশ উদ্ধার করতে পারে নি। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ইবি থানায় একটি মামলা করেছেন।

জানা যায়, ইবি থানার সোনাইডাঙ্গা গ্রামের আলতাব বিশ্বাসের ছেলে সাহেদ বিশ্বাস, একই এলাকার মৃত আজাদ হোসেনের ছেলে আবু জাফর ওরফে মাসুম, মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে আলতাব বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার সময় ১নং আসামি সাহেদ বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। 

সাহেদের প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি স্কুলছাত্রী তার পিতাকে জানায়। তার পিতা সাহেদকে ওই ছাত্রীকে বিরক্ত করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ৯ জুন স্কুলে যাওয়ার পথে ইবি থানার উজানগ্রামস্থ ক্যানেলের ব্রিজের উপর পৌঁছালে, সাহেদ, মাসুম ও আলতাবসহ অজ্ঞাত ৩/৪জনের সহায়তায় জোরপূর্বক স্কুলছাত্রীকে সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়।

এই ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা জানান, আমরা জানতে পারলাম আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। দীর্ঘ ২৭ দিন পার হলেও অপহূত আমার মেয়েকে পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। আমি পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।

ইবি থানার ওসির সঙ্গে এই প্রতিবেদক সরেজমিনে কথা বলতে গেলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

 কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলের বোন-জামাইয়ের বিরুদ্ধে মামলা দেয়ায় তাকে আটক করা হয়। তার কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি, দুই একদিনের মধ্যেই আসামি আটক হবে।

টিএইচ